×

জাতীয়

রেল বিশ্বমানে উন্নীত হচ্ছে : রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৪:২৮ পিএম

রেল বিশ্বমানে উন্নীত হচ্ছে : রেলমন্ত্রী
রেলে অত্যাধুনিক যন্ত্রপাতি-প্রযুক্তির ছোঁয়ায় রেল বিশ্বমানে পৌছে যাবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন চালকদের প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়ের আধুনিক প্রযুক্তির লোকোমোটিভ সিমুলেটর উদ্বোধনের সময় রেলমন্ত্রী এ কথা বলেন। এসময় রেলমন্ত্রী সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেল এগিয়ে যাচ্ছে। রেলে অত্যাধুনিক যন্ত্রপাতি-প্রযুক্তির ছোঁয়ায় রেল বিশ্বমানে পৌছে যাবে। লোকোমোটিভ সিমুলেটর বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে স্পেন থেকে সিমুলেটরটি কেনা হয়েছে। একজন ট্রেনের চালক বাস্তবে যেমন ট্রেন চালিয়ে প্রশিক্ষণ নেন, ঠিক একইভাবে লোকোমোটিভ সিমুলেটরের মাধ্যমে গ্রাফিক্স ভিডিওর মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস সহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App