×

জাতীয়

কারাগারে দ্রুত ডাক্তার নিয়োগ ও মাদক বন্ধের নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৫:০৮ পিএম

চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলমান অভিযান অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে করাগারে দ্রুত ডাক্তার নিয়োগ ও মাদক মুক্ত করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সাধুবাদ জানানো হয়। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,  আফছারুল আমীন, সামছুল আলম দুদু,  ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশগ্রহণ করেন। বৈঠকের কার্যপত্র সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে অনেকেই আওয়ামীলীগকে কুলষিত করতে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ নানা রকমের দুর্নীতি-দুষ্কর্ম করে চলেছে। তারা দল ও দেশেল ক্ষতি করছে। এদের বিুরদ্ধে প্রধানমন্ত্রী যে- ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন তাতে দলের ভাবমুর্তি উজ্জ্বল হচ্ছে। এটা যেন চলমান থাকে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। বৈঠকে  প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কারাগারে ডাক্তার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  আলোচনা হয়। এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা হয়। কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে ও পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে উক্ত ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এছাড়া কারাগারে চলমান প্রকল্পসমূহের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও বাংলাদেশ পুলিশের কার্যক্রম বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া কমিটি সূত্রে জানা গেছে- প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংক্রান্ত যুক্তরাজ্যে গঠিত তদন্ত কমিশন ও এর কার্যপরিধির বৃত্তান্ত, পুলিশ বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত তথ্য সংগ্রহ ও প্রামাণ্য চিত্র নির্মাণ, প্রতিটি থানায় শিশু, বয়স্ক নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ডেস্ক চালু, ৯৯৯ ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস সেবা আধুনিকীকরণ এবং পরিত্যক্ত বিওপিকে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন’ হিসেবে রূপান্তর সংক্রান্ত কার্যক্রমসমূহ ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপনকল্পে জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App