×

জাতীয়

রাঙ্গামাটিতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৬:০১ পিএম

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বিএনপির সহসভাপতি ও ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীপময় তালুকদারকে (৪৫) অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়ায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজস্থলী বাজারে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। এ ছাড়া তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর কয়েকশ’ লোক থানা ঘেরাও করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাছড়ি মৌজার প্রধান (হেডম্যান) দ্বীপময় ঠিকাদারির সঙ্গেও যুক্ত ছিলেন। গত মঙ্গলবার দুপুরে দুই মোটরসাইকেলে তিন সঙ্গীসহ উপজেলার তাইতং পাড়ার জিরোমাইল এলাকায় ঠিকাদারির কাজ দেখতে যান তিনি। হলুদিয়াপাড়া জিরোমাইল এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেল দুটির পথরোধ করে দ্বীপময়কে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশে খবর দেন তার সঙ্গীরা। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল এবং কেন-ই বা হত্যা করা হলো এসব বিষয়ে কিছুই জানাতে পারেননি তার পরিবার বা সঙ্গীরা। রাজস্থলী থানার ওসি মো. মফজল আহম্মেদ খান বলেন, মঙ্গলবার বিকেলে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয়েছিল আমাদের কাছে। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছিলাম। তারই মধ্যে গতকাল সকালে অপহরণ হওয়ার স্থান থেকে এক কিলোমিটার দূরে দ্বীপময় তালুকদারের লাশ পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App