×

জাতীয়

মেনন ইউটার্ন নিলেও ১৪ দল ভাঙবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০২:৪৬ পিএম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ধানমন্ডি ২৭ এর একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ক্যাসিনোর সঙ্গে মেননের নাম নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, নেক্যাসিনোকাণ্ড নিয়ে এত কথা, এত কেচ্ছা, তখন কেন তিনি এ বিষয়ে মুখ খুলতে বললেন। দলের মূল্যায়নে তাঁর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে সে বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।

১৪ দলীয় জোট নিয়ে ওবায়দুল কাদের বলেন, ১৪ দল অঁটুট থাকবে। ঐক্যে কোনো ভাঙন আসবে না। শরিক দলের একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App