×

জাতীয়

গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ১০:৫৫ এএম

গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা
গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা
গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা

চট্টগ্রামে পুলিশ কমিশনারের ছবি ব্যবহার করে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেয়ায় কওমি মাদ্রাসার সাবেক ছাত্র রবিউল আলমকে গ্রেপ্তার করে পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি চক্র নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ধর্মীয় অনুভ‚তিকে কাজে লাগাতে ছড়ানো হচ্ছে গুজব। চলছে নানা অপপ্রচার। আর এ ক্ষেত্রে বিভিন্ন জনের ফেসবুক আইডিও হ্যাক করাসহ ভুয়া আইডি খুলে এ ধরনের উসকানিমূলক অপপ্রচারে লিপ্ত হচ্ছে সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠীসহ একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীর দল হিসেবে চিহ্নিত জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি হেফাজতে ইসলামের একটি গ্রুপও অত্যন্ত সক্রিয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশ-বিদেশ থেকে নানা কৌশলেই এ ধরনের অপপ্রচার করে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতির ষড়যন্ত্রে মেতেছে তারা। আর এ অপপ্রচার ও অপকৌশলের হাত থেকে রেহাই পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। এরই মধ্যে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কয়সারের ফেসবুক আইডি হ্যাক করার খবর পাওয়া গেছে। কয়েকদিন আগে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীনের ফেসবুক আইডিও হ্যাক করেছিল হ্যাকাররা। এসব সাইবার অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত ও তাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদে ব্যবহারের জন্যও উপায় বের করা জরুরি বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিকরা। এদিকে ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে সিএমপি কমিশনার মাহবুবুর রহমানকে জড়িয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়েও অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচারে মেতেছে এসব চক্র। তবে চট্টগ্রামে এই অপরাধের সঙ্গে জড়িত থাকায় রবিউল আলম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বাঁশখালীর একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালদীঘি এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল আলম নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাইবার পার্টির প্রধান সমন্বয়ক বলে দাবি করেছেন। [caption id="attachment_171467" align="aligncenter" width="700"] চট্টগ্রামে পুলিশ কমিশনারের ছবি ব্যবহার করে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেয়ায় কওমি মাদ্রাসার সাবেক ছাত্র রবিউল আলমকে গ্রেপ্তার করে পুলিশ[/caption] কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন ভোরের কাগজকে বলেন, সিএমপি কমিশনারের ছবি ব্যবহার করে ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করেছিল রবিউল। সে ভোলার ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছিল। ওসি বলেন, ঘটনা ঘটেছে ভোলায় অথচ নির্দেশদাতা পুলিশ হিসেবে গুজব রটানো হয়েছে আমাদের কমিশনার স্যারের নাম! উদ্ভট, ডাহা মিথ্যা বলে গুজব ছড়ানো হচ্ছিল। তাকে কারা বা কোন সংগঠন ইন্ধন বা সহযোগিতা করছে, তা বের করার চেষ্টা করছি। তদন্তের স্বার্থে এখনই সব বলা যাচ্ছে না। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ওসি মহসীন বলেন, ভোলায় সাম্প্রতিক ঘটনার পর সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমানের সঙ্গে ইসকন প্রতিনিধি দলের সাক্ষাতের ও ফুল দেয়ার একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে উসকানিমূলক বক্তব্য দেন রবিউল আলম। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীর ছবি ব্যবহার করে হাটহাজারী মাদ্রাসা পুলিশ ঘিরে রেখেছে ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলেও মিথ্যা তথ্য ছড়ান ফেসবুকে। একই পোস্টে তিনি জিহাদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। ওসি বলেন, রবিউলের ফেসবুকের টাইমলাইন থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য রবিউল ও তার সহযোগীরা এ কাজ করেছেন। তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রবিউল আলম বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি সীতাকুন্ড বার আউলিয়া এলাকায় ফোর স্টার শিপিং নামে একটি জাহাজ ভাঙা কারখানায় চাকরি করেন। বাঁশখালীর একটি কওমি মাদ্রাসায় অষ্টম শ্রেণি সমমান পর্যন্ত পড়ালেখা করেছে রবিউল। অন্যদিকে, ভোলার ঘটনা নিয়ে চট্টগ্রামে নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকলিয়া শান্তিনগর আবাসিক এলাকার একটি ভবনে গত সোমবার রাতে জড়ো হয়েছিল তারা। পুলিশ বলছে জামায়াত-শিবির চিহ্নিত ওই মেসটি থেকে গতকাল মঙ্গলবার ফজরের নামাজ শেষে মিছিলসহ ভাঙচুর, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগের মতো নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App