×

জাতীয়

গত ২৪ ঘন্টায় ১৩৬ জেলে আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৭:৪০ পিএম

গত ২৪ ঘন্টায় ১৩৬ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গত ২৪ ঘন্টায় নৌপুলিশের বিভিন্ন ইউনিট অভিযানে ১৩৬ জন জেলেকে আটক করেছে। আটককৃতদের মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ৯৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ২৩ জনকে জরিমানা এবং ১৭ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) নৌ পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃতদের হেফাজত থেকে ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৫০০ মিটার জাল, ২০টি নৌকা ও ১ হাজার ৪৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এদিকে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

উল্লেখ্য, সারাদেশে নৌ পুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App