×

আন্তর্জাতিক

এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৪:৪১ পিএম

এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার
এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার
এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার
এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার
এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার
এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেস্টের পূর্ব অ্যাভিনিউয়ের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানীয় সময় দুপুর ১:৪০ মিনিটে অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে পুলিশকে খবর দেয়া হয়। এই ঘটনায় উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী লরি চালককে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এসেক্স পুলিশ জানিয়েছে, শনিবার (১৯ অক্টোবর) লরিটি বুলগেরিয়া থেকে চালিয়ে হলিহেড, অ্যাঞ্জেলসির মাধ্যমে দেশে প্রবেশ করে। প্রাথমিক সূত্র ধরে জানা যায়, নিহতদের মধ্যে ৩৮ জনই প্রাপ্তবয়স্ক এবং এক কিশোর রয়েছে। সিএইচপি সুপার অ্যান্ড্রু মেরিনার বলেছেন, অফিসাররা নিহতদের চিহ্নিত করার চেষ্টা করছে তবে তারা ধারণা করছে যে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তিনি বলেন, আমরা ঘটনার সাথে জড়িত সন্দেহে লরি চালককে গ্রেপ্তার করেছি এবং তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী বরিস জনসন হতবাক হয়েছেন। তিনি বলেন, আমি এই ঘটনার সর্বশেষ খবর রাখছি এবং ঠিক কী ঘটেছে তা জানার জন্য হোম অফিস এসেক্স পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে । তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। দেশটির স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেন, তিনি এই অতি মর্মান্তিক ঘটনায় হতবাক এবং শোকাহত। অন্যদিকে থাররকের সাংসদ মিসেস জ্যাকি ডয়েল-প্রাইস টুইট করেন, এটি একটি উদ্বেগজনক সংবাদ। মানব পাচার একটি জঘন্য ও বিপজ্জনক ব্যবসা। তিনি আশা করছেন যে এসেক্স পুলিশ যেন এই হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারে। [caption id="attachment_171568" align="aligncenter" width="700"] এই ঘটনায় ওয়াটারগ্ল্যাড শিল্প পার্ক বন্ধ রাখা হয়েছে। ছবি: বিবিসি।[/caption] ফ্রেইট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নর্দার্ন আয়ারল্যান্ডের পলিসি ম্যানেজার সিউমস লেহেনি বলেন, লরিটি যদি বুলগেরিয়া থেকে এসে থাকে তাহলে সেটি অবৈধ পথে হলিহেডের মাধ্যমে ব্রিটেনে প্রবেশ করেছে। তিনি বলেন, লোকেরা বলে আসছে যে ডোভার এবং ক্যালাইসের মতো জায়গাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তাই লরিটি চেরবার্গ বা রোসকফ থেকে রোসলেরে গিয়ে, তারপরে ডাবলিনে রাস্তা দিয়ে প্রবেশ করে থাকতে পারে। এটি অনেক দীর্ঘ পথ এবং এই যাত্রায় প্রায় তিন দিন লাগবে। ২০০০ সালের জুনে, ডোভারের লরির পিছনে ৫৮ জন চীনা অভিবাসী শ্বাসরোধে নিহত হয়েছিল। ঐ ঘটনায় বেঁচে ছিলেন মাত্র দু'জন এবং এক ডাচ লরি চালককে হত্যাচেষ্টার জন্য পরের বছর জেল দেওয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App