×

জাতীয়

হাসপাতালের গেট আটকে সমাবেশ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০৩:০২ পিএম

হাসপাতালের গেট আটকে সমাবেশ!
হাসপাতালের গেট আটকে সমাবেশ!
হাসপাতালের গেট আটকে সমাবেশ!

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইট আটকে মানববন্ধন ও সমাবেশের চিত্র।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইট আটকে দিয়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা তারা এ মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় ফারিয়ার সদস্য ছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইট আটকে ফারিয়ার এ মানববন্ধন ও সমাবেশ কমপ্লেক্সে আসা শতশত রোগী ভোগান্তির শিকার হন। পাশাপাশি তাদের এ মানববন্ধন ও সমাবেশে উপজেলার অতি গুরুত্বপূর্ণ শহীদ ময়েজউদ্দিন সড়কে কৃত্তিম যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারি পথচারী। এ সময় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন জানান, তারা মানববন্ধন ও সমাবেশ করে করুক কিন্তু হাসপাতল গেইট বন্ধ করে কেন? উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে করতে পারতো। হাসপাতালের গেইট বাদ দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে তাদের এ কর্মসূচি পালন করা যায় কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, হাসপাতালকে ঘিরেই আমাদের চাকুরী, তাই হাসপাতাল গেইটেই করতে হবে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছাদেকুর রহমান আকন্দ জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে মানববন্ধন ও সমাবেশ করতে অনুমতি চেয়েছিল। আমি তাদের অনুমতি দেইনি। তবে হাসপাতালের গেইট বন্ধ করে তারা যদি তাদের কর্মসূচি করে থাকলে ঠিক করেনি। আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি। অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে শ্লোগানে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখা ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা হাসপাতাল গেইটে মানববন্ধন ও সমাবেশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App