×

জাতীয়

সুরমায় সোয়া দুই কেজির ইলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১০:২৮ এএম

সুরমায় সোয়া দুই কেজির ইলিশ
সিলেটের হাকালুকি হাওর ও দুয়েকটি নদনদীতে প্রতি বর্ষা মৌসুমে ছোট আকারের ইলিশ ধরা পড়লেও সচরাচর বড় ইলিশের দেখা মেলে না। তবে এবার সুরমা নদীতে ধরা পড়েছে বেশ বড় আকারের একটি ইলিশ। গত রবিবার বিকেলে বিশ্বনাথের লামাকাজি এলাকায় জেলেদের জালে ধরা পড়া ইলিশটির ওজন প্রায় সোয়া দুই কেজি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ১১ জন জেলে প্রায় ৬শ’ হাত দৈর্ঘ্যরে বিশাল জাল ফেলেন সুরমার বুকে। স্থানীয়ভাবে এটাকে ‘পাঞ্চাল’ বলে। বিকেলে নদী থেকে জাল টেনে তোলেন তারা। এ সময় অন্যান্যমাছের সঙ্গে একটি চকচকে রূপালি ইলিশ ধরা পড়ে। মাছটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তারা। তাদের হইচইয়ে আশপাশের মানুষ গিয়ে ধরা পড়া ইলিশের বিষয়ে জানতে পারেন। তখন মাছটির ওজন মাপা হয়। লামাকাজি এলাকার জেলে ষাটোর্ধ্ব হামিদ উদ্দিন বলেন, আমরা দিনে অন্তত দু’তিনবার সুরমার বুকে জাল ফেলি। কখনো এত বড় ইলিশের দেখা মেলে না। কদাচিৎ উঠলেও ছোট আকৃতির একটি-দুটি ইলিশ মিলত। সাধারণত এ ধরনের ইলিশ মাছ সুরমার বুকে পাওয়া বিরল। এ প্রসঙ্গে সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ বলেন, সিলেটে যে ইলিশ মিলছে, ওটা সাগরের নয়, স্থানীয় প্রজাতির। ইলিশের এই প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য গবেষণা প্রয়োজন। এ জন্য ওপর মহলে প্রস্তাব পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App