×

জাতীয়

গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবি ক্যাবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০৫:০৬ পিএম

চট্টগ্রামে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া গত সোমবার (২১ অক্টোবর) আকস্মিক পরিবহন ধর্মঘটে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এক বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন আন্তঃনগর গণপরিবহন মালিকরা অযৌক্তিকভাবে জনগণকে জিম্মি করে ধর্মঘট আহ্বান করায় নগরীতে সাধারণ যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। ক্যাব নেতারা বলেন, গণপরিবহন মালিক ও শ্রমিকদের সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়ার পরও তারা বারবার জনগণকে জিম্মি করে অবৈধ ধর্মঘট আহ্বান করছে। তারাই আবার মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন দলের নেতা হচ্ছেন। আর এ খাতে অন্যতম অংশীজন ভোক্তারা কোনো প্রণোদনা তো দূরের কথা আঞ্চলিক পরিবহন কমিটির সদস্যও হতে পারছে না। ফলে সড়কে নৈরাজ্য থামছে না। যার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। তারা বলেন, সড়ক পরিবহন খাতে নৈরাজ্য থামাতে হলে ভোক্তা ও পরিবহন মালিক-শ্রমিকদের সম অংশগ্রহণ নিশ্চিত জরুরি।

বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান স্বাক্ষর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App