×

খেলা

১০ ক্রিকেটারের ১১ দফা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৬:১৪ পিএম

১০ ক্রিকেটারের ১১ দফা দাবি

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে হঠাৎ করেই ধর্মঘটের ডাক দিয়েছেন জাতীয় দলের ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নেবেন না। সোমবার (২১ অক্টোবর) মিরপুর স্টেডিয়ামে জড়ো হয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিমের মতো সিনিয়র ক্রিকেটাররা। এর মধ্যে সাকিব একাই দুই দফা দাবি তুলে ধরেন। এরপর একে একে নয়জন ক্রিকেটার বাকি নয়টি দাবির কথা বলেন।

১. নাঈম ইসলাম: কোয়াব (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর কে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হবেন, তা ক্রিকেটাররা বাছাই করবেন।

২. মাহমুদউল্লাহ রিয়াদ: প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের অনেক লিমিটেশন দেয়া হয়েছে। আগের মতো প্রিমিয়ার লিগটা ফিরে পেতে চান কিক্রেটাররা।

৩. মুশফিকুর রহীম: প্রধান দাবি, আগের নিয়মের বিপিএল যেন আগামী বছর থেকে চলে আসে। মূল দাবি, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের স্থানীয় খেলোয়াড়ররাও যেন ভালো পারিশ্রমিক পায়।

৪. সাকিব আল হাসান: প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন পঞ্চাশ ভাগ বাড়াতে হবে। খেলোয়াড়দের প্র্যাকটিস ফ্যাসিলিটিজ বাড়াতে হবে। ১২ মাস কোচ, ফিজিও, ট্রেনার রাখতে হবে; তারাই প্রথম শ্রেণির ক্রিকেটারদের পরিকল্পনা দেবেন।

৫. সাকিব আল হাসান: খেলোয়াড়দের অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ভালো হোটেলে থাকতে হবে, তার জন্য টাকার দরকার আছে। বড় ট্রাভেলে বিমান দেয়া উচিত। খেলোয়াড়দের ম্যাচ খেলে ফ্রেশনেসের জন্য হোটেলে কমপক্ষে জিম, সুইমিংপুল থাকা উচিত। কমপক্ষে একটা এসি বাস দেয়া উচিত।

৬. এনামুল হক জুনিয়র: জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সংখ্যা বাড়াতে হবে। বেতন অনেক দিন ধরে বাড়ানো হয় না, সেটা বাড়াতে হবে।

৭. তামিম: আম্পায়ারিংকে পেশা হিসেবে নিতে হলে তাদের তো একটা আর্থিক সিকিউরিটি দিতে হবে। মূল দাবি, বাংলাদেশিদের যেন প্রাধান্য দেয়া হয়।

৮. এনামুল হক বিজয়: প্রিমিয়ার লিগে আরেকটা টুর্নামেন্ট বাড়ানো হবে। আমরা চাই, ন্যাশনাল ক্রিকেট লিগে একটা ওয়ানডে টুর্নামেন্ট চালু হোক, যাতে আমরা আরও ওয়ানডে পাই, খেলার সুযোগ পাই।

৯. উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান: ঘরোয়া টুর্নামেন্টের জন্য একটা ফিক্সড ক্যালেন্ডার থাকতে হবে।

১০. জুনায়েদ সিদ্দিকী: বিপিএলে প্রিমিয়ার লিগের বকেয়া টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে।

১১. ফরহাদ রেজা: দুটার বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা যাবে না। জাতীয় দলের ডিউটি থেকে ফ্রি থাকলে আরও খেলতে দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App