×

জাতীয়

মানহানী মামলায় খালাস পেলেন ৪ সাংবাদিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৪:৪৫ পিএম

মানহানী মামলায় খালাস পেলেন ৪ সাংবাদিক
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’র দায়ের করা ৫ কোটি টাকার মানহানি মামলায় বেকসুর খালাস পেলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, স্টাফ রির্পোটর তৈমুল ফারুক তুষার ও হায়দার আলী এবং মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে মামলার রায় দেন মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী ‘জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আখের গোছানোয় মগ্ন’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এর জের ধরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বাদী হয়ে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, স্টাফ রিপোর্টার তৈয়মুল ফারুক তুষার ও হায়দার আলী এবং মাদারীপুর প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীকে আসামি করে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানী মামলা দায়ের করা হয়। সেই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ হোসেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, স্টাফ রির্পোটর তৈমুল ফারুক তুষার ও হায়দার আলী এবং মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীকে বেকসুর খালাস দেন। এ ব্যাপারে মামলার আসামী পক্ষের আইনজীবী রেজাউল করিম বলেন, এই মামলায় আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ ৪ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App