×

জাতীয়

ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৬:৪৪ পিএম

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (২১ অক্টোবর) গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এনে বিচার বিভাগীয় নির্দেশনা চাইলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী রনিউল ইসলাম গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। ভোলার ঘটনায় তিনি বিচার বিভাগীয় নির্দেশনার আর্জি জানান।

তখন বেঞ্চের এক বিচারপতি বলেন, ফেসবুকের স্ট্যাটাস নিয়ে এত বড় ঘটনা গেল। এটা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। আমরা এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ প্রশাসনের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App