×

জাতীয়

ভোলার ঘটনার পর সারাদেশে পুলিশকে সর্তক থাকতে নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৬ পিএম

ভোলার ঘটনার পর সারাদেশে পুলিশকে সর্তক থাকতে নির্দেশ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে এবং কোনো অবস্থাতেই ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ না করতে সাধারণ জনগণকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহায়তার জন্যও অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলসহ সারাদেশে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলার বোরহানউদ্দিনে সংঘটিত সার্বিক ঘটনা পর্যালোচনায় এটি স্পষ্ট যে, পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে শুরু থেকে তৎপর থাকা সত্তে¡ও এবং আলেমসমাজ পুলিশের গৃহীত ব্যবস্থার প্রতি আস্থা রেখে কর্মসূচি স্থগিত করলেও, কোনো একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে পুঁজি করে সামাজিক অস্থিরতা তৈরির অপপ্রয়াস চালিয়েছে। এ কারণে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে। প্রকৃত ঘটনাটি হচ্ছে, গত ১৮ অক্টোবর রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য নামে ষ শেষের পাতার পরএক যুবক তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় এসে জিডি করেন। জিডি নং-৪৪০। জিডি করার সময় থানায় অবস্থানকালেই বিপ্লব চন্দ্র বৈদ্যর নম্বরে একটি কল আসে এবং তার কাছে চাঁদা দাবি করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সে ওসিকে জানায়। ওসি বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপারকে জানায়। প্রযুক্তির সাহায্য নিয়ে সেদিন রাতের মধ্যেই বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাককারী ও তার মোবাইলে কলকারী শরীফ এবং ইমন নামে দুই মুসলিম যুবককে যথাক্রমে পটুয়াখালী এবং বোরহানউদ্দিন থেকে পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App