×

জাতীয়

বিএনপির সাংসদ হারুনের ৫ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৩:৫২ পিএম

বিএনপির সাংসদ হারুনের ৫ বছর কারাদণ্ড
শুল্কমুক্ত গাড়ি আমদানি করে তা বিক্রি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির সংসদ সদস‌্য হারুন অর রশীদকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এ সময় হারুন অর রশিদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় চ্যানেল-৯ এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া পলাতক আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App