×

খেলা

ধর্মঘটে ক্রিকেটাররা, ১১ দফা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৪:২২ পিএম

ধর্মঘটে ক্রিকেটাররা, ১১ দফা দাবি
 বেতন বৃদ্ধি সহ এগারো দফা দাবিতে জাতীয় দলের ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন ধরনের প্রতিযোগিতায় অংশ নেবেন না ক্রিকেটাররা। তবে ধর্মঘটের আওতার বাইরে থাকবে বয়সভিত্তিক প্রতিযোগিতা।
সোমবার (২১ অক্টোবর) মিরপুর স্টেডিয়ামে জড়ো হন সাকিব, মুশফিক তামিমের মতো সিনিয়র ক্রিকেটাররা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। সাকিব বলেন, এই ধর্মঘটে জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই অন্তর্ভূক্ত এবং সেটা আজকে থেকে। জাতীয় লীগ থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্ততি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন সবগুলোই এর অন্তর্ভূক্ত। তিনি আরো বলেন, আলোচনা সাপেক্ষেই অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। ক্রিকেটারদের হঠাৎ এমন ধর্মঘটে হুমকির মুখে পরেছে ভারত সফর ও চলমান জাতীয় ক্রিকেট লীগ। গত দুই তিন যাবতই সাকিবের মুখে শোনা যাচ্ছিল বিভিন্ন অসন্তুষ্টির কথা। সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে বিপিএল ও পারিশ্রমিক নিয়ে কথা বলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App