×

জাতীয়

অফিস শেষে বিদ্যুৎ বন্ধের নির্দেশ ইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৩:৫৬ পিএম

নির্বাচন ভবনের বেজমেন্টে আগুনের তদন্ত প্রতিবেদন বাস্তবায়নের অংশ হিসেবে অফিস শেষে ভবনের বৈদ্যুতিক লাইন ও বাতির সুইচ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ওই অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ভবনে আগুন লাগার পর তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করতে নির্বাচন ভবনে নন-ওয়ার্কিং আওয়ারে বা অফিস সময়ের পর বিদ্যুৎ সুইজ বন্ধের এই অফিস আদেশ জারি করলো ইসি।

ইসির সহকারী সচিব (সেবা-২) খ. ম. আরিফুল ইসলামের সই করা এক নথি থেকে জানা যায়, নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত কমিটি গত ৬ অক্টোবর এক সভা করে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই অফিস আদেশে বলা হয়, ভবনের প্রতিটি কক্ষ ব্যবহারকারীদের নন-ওয়ার্কিং আওয়ারে (অফিস সময়ের পরে) বৈদ্যুতিক লাইন ও বাতির সুইচ বন্ধ রাখা নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হলো।

গত ৮ সেপ্টেম্বর নির্বাচন ভবনের বেজমেন্টে আগুন লাগে। আগুনে বেশকিছু ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়ে যায়। এতে প্রায় পোনে চার কোটি টাকা ক্ষতি হয় বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App