×

জাতীয়

মেডিকেলে পড়ার খরচ জুটল পান্নার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১১:৩২ এএম

মেডিকেলে পড়ার খরচ জুটল পান্নার
পরীক্ষায় ৬৭২তম স্থান অধিকার করেও ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল হতদরিদ্র রিকশাচালকের মেয়ে পান্নার। কিন্তু অবশেষে মুখে হাসি ফুটল তার। হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের মুন্সীবাড়ির মো. দুলাল হোসেন ও কোহিনুর বেগমের তিন মেয়ের মধ্যে সবার ছোট পান্না আক্তার। বাবা দিনমজুর ও মা অন্যের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালিয়েও পান্নাকে পড়িয়েছেন। সব প্রতিক‚লতা মোকাবেলা করে পান্না হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে পাস করেন। চিকিৎসক হওয়ার লক্ষ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। কিন্তু দেখা দেয় সংকট। মেডিকেলে পড়ার খরচ জোগানোর উপায় খুঁজে পাচ্ছিল না এই দরিদ্র পরিবারটি। ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ বিত্তবানদের পান্নার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তার শিক্ষকরা। এই আহ্বানে সাড়া দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম ও চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান। পান্নার মা কোহিনূর বেগম সাংবাদিকদের বলেন, এমপি ও ডিসি স্যার মোবাইল ফোনে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা আমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। পান্না ও তার পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার মোবাইলে কথা বলে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম তাদের পাশে থাকার ঘোষণা দেন। চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পাওয়া পান্নার ভর্তি হতে যত টাকা লাগবে তার পুরোটাই চাঁদপুর জেলা প্রশাসন দেবে। সে যেই কলেজ থেকে এইচএসসি পাস করেছে আমি সেই কলেজের সভাপতি হিসেবে পরবর্তী সময়ে আরো সহযোগিতা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App