×

জাতীয়

মুক্তিযোদ্ধা সাংসদের সাক্ষাৎকার নিল ক্ষুদে সাংবাদিকরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১১:৫৭ এএম

মুক্তিযোদ্ধা সাংসদের সাক্ষাৎকার নিল ক্ষুদে সাংবাদিকরা!
বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমানের সাক্ষাৎকার নিয়েছে একদল ক্ষুদে সাংবাদিক। এসময় প্রায় দু’ঘন্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ক্ষুদে সাংবাদিকদের ৪১টি প্রশ্নের উত্তর দেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে ধুনট প্লাজায় এ সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কর্মসূচির অংশ হিসেবে একজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা হিসেবে সাক্ষাৎকার প্রদান করেন সাংসদ হাবিবর রহমান। এসময় সাংবাদিকের ভূমিকা নিয়ে তাঁর সাক্ষাৎকার গ্রহণ করেন ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী অনিন্দিতা মোহন্ত, মাইশা রহমান কথা, মারিয়া মেহনাজ মিলা, আশিকুর রহমান, ফাবিয়া বুশ্রা, নাঈম ইসলাম, সুমাইয়া শাহরিন রাইসা, তিথি সরকার। সাক্ষাৎকার অনুষ্ঠানে ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার অনুষ্ঠানে দায়িত্বপালনকারী শিক্ষক একেএম আজাদ, সোলায়মান আলী, হাসান খসরু খাঁন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App