×

জাতীয়

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ০১:৪১ পিএম

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা
মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ রবিবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামলের একটি ‘ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় মধুর ক্যানটিনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী প্রবেশ করলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে। এসময় ছাত্রদল মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করেছিল। [caption id="attachment_170865" align="aligncenter" width="700"] ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদলকে হামলা করে ছাত্রলীগ।[/caption] জানা যায়, সংবাদ সম্মেলন শেষ হতেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল হক বুলবুল ছাত্রদল নেতৃবৃন্দের দিকে মারতে তেড়ে যায়। একপর্যায়ে তাদেরকে মারধর শুরু করলে মঞ্চের অন্য নেতারাও এতে যোগ হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক আল মামুন, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি রাইসুল ইসলাম। এতে ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন বলে ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন , মামুন খান (এসএম হল, ২০০৩-০৪ শিক্ষাবর্ষ), শাহজাহান শাওন(জিয়া হল, ২০০৮-০৯ শিক্ষাবর্ষ), তারেক হাসান মামুন (জিয়া হল, ২০১০-১১ শিক্ষাবর্ষ) এবং নাইম হাসান। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App