×

আন্তর্জাতিক

নকল ঠেকাতে মাথায় কার্ডবোর্ডের বাক্স!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১১:২৯ এএম

নকল ঠেকাতে মাথায় কার্ডবোর্ডের বাক্স!
পরীক্ষার হলে নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথায় কার্ডবোর্ডের বাক্স পরিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ভারতের কর্নাটকের একটি কলেজ। শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের ‘অমানবিক আচরণের’ কারণ দর্শাতে কলেজটির ব্যবস্থাপনা কমিটিকে নোটিস দিয়েছে রাজ্যটির প্রি-ইউনিভার্সিটি এডুকেশন বোর্ড, দায়ীদের শাস্তি দেয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তারা। গত বুধবার ভগত পিইউ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রসায়ন মিডটার্ম পরীক্ষায় নকল ঠেকাতে এ অভিনব পদ্ধতি ব্যবহারের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায় বলে টাইমস অব ইন্ডিয়া জানায়। ছবিতে সব পরীক্ষার্থীকে কার্ডবোর্ডের বাক্স পরেই পরীক্ষা দিতে দেখা যায়। বাক্সগুলোর যে অংশ শিক্ষার্থীদের মুখের দিকে ছিল, কেবল সেদিকেই সামান্য ছিদ্র করা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার কথা জানতে পেরে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভবিষ্যতে কখনোই যেন এ ধরনের ‘পাগলামি’ না করা হয়, সেজন্য কলেজ কর্তপক্ষকে সতর্ক করে দেন। কর্তৃপক্ষ এ ধরনের কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের অবিলম্বে বোর্ডের সঙ্গে যোগাযোগেরও পরামর্শ দেয়া হয়। প্রি-ইউনিভার্সিটি বোর্ডের পরিচালক এসসি পীরজাদে এ নিয়ে বলেন, ঘটনাটি অমানবিক। সভ্য সমাজে এ ধরনের চিন্তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ ও পরীক্ষার হলে নকল বা দেখাদেখি ঠেকাতে অনেক নিয়ম আছে, কলেজ কর্তৃপক্ষ চাইলে সেগুলো কাজে লাগাতে পারত। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের সম্মতি নিয়েই তারা নকল ঠেকাতে এ ‘এক্সপেরিমেন্ট’ চালান। বোর্ডের নির্দেশনা মেনে চলব আমরা। আমরা তাদের দেয়া সব নিয়ম-কানুন সব সময় অনুসরণ করছি, বলেন ভগত পিইউ কলেজের পরিচালকমণ্ডলীর সদস্য এম বি সতীশ। গত মাসে মেক্সিকোর একটি কলেজের এক শিক্ষকও শিক্ষার্থীদের মাথায় জোর করে বাক্স চাপিয়ে দিয়েছিলেন। অভিভাবকরা ঘটনা জানার পর কলেজিও দে বেচিলেরস দেল এস্তাদো দে তুলাক্সকালার ওই শিক্ষককে বরখাস্তের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App