×

জাতীয়

ডিআইজি প্রিজন বজলুর রশীদ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ০৪:১৯ পিএম

ডিআইজি প্রিজন বজলুর রশীদ গ্রেপ্তার
কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদের তথ্যের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২০ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুদকের প্রধান কার্যালয় থেকে বজলুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে দুদকের সমন্বিত কার্যালয় ঢাকায়-১ এ মামলা দায়ের করা হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদের রহস্য উন্মোচনে তাদের রবিবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষ হয় বেলা তিনটায়। দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক নাসির উদ্দিন ও সালাউদ্দিন আহমেদ। দুদক সূত্র জানায়, অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে বজলুর রশিদ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে। সম্প্রতি এ দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ রয়েছে বিপুল পরিমাণ ঘুষের টাকা স্থানান্তর করতে ডিআইজি প্রিজন (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদ অভিনব পন্থা বেছে নিয়েছেন। এক্ষেত্রে কুরিয়ার সার্ভিসকে কাজে লাগান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App