×

জাতীয়

ওমর ফারুককে বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ০৮:৪৫ পিএম

আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেল ৫টায় গণভবনে বৈঠক শুরু হয়। চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক মারুফ, নুরন্নবী চৌধুরী শাওন, ড. মীজানুর রহমান ও আতিয়ার রহমান দিপুকে ছাড়াই যুবলীগের ৩৪ জন সদস্য বৈঠকে অংশ নেন।

অবৈধ ক্যাসিনো পরিচালনা, টেন্ডারবাজি, মাদক, চাঁদাবাজি, কমিটি বাণিজ্যসহ নানা কর্মকাণ্ডে জড়িত থাকা নেতাদের বিরুদ্ধে একাধিকবার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময়মতো তা করতে পারেনি যুবলীগের শীর্ষ নেতারা।

যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতাদের নানা অনিয়মের ফলে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এসব কারণে দীর্ঘদিন ধরে যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ৭১ বছর বয়সী ওমর ফারুকের ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App