×

শিক্ষা

মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ০৫:৩১ পিএম

মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেলেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) বিকালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা হল রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের কর্মকর্তা মোঃ জামাল হোসেন, কলকাতা কর্পোরেশনের মেয়র সিরাজ হাকিম, অভিনেতা রেজোয়ানুল সহ গুনীজন, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী বৃন্দ।

কলকাতা থেকে ফিরে নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেণিপেশার মোট ৪০জন ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি ও মানুষের ভালবাসায় ৪০ জনের মধ্যে আমিও মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ থেকে আমন্ত্রণ পেয়েছি। এটা আমার গর্ব নয়, এটা নবকাম কলেজের গর্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App