×

আন্তর্জাতিক

‘বেচেন্দ্রমোদি!’ মোদিকে কটাক্ষ রাহুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ১১:১৫ এএম

‘বেচেন্দ্রমোদি!’ মোদিকে কটাক্ষ রাহুলের
হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে ভারতের কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গত বৃহস্পতিবার এক টুইটে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ‘বেচেন্দ্রমোদি’ আখ্যা দিয়েও কটাক্ষ করেছেন বলে জানায় এনডিটিভি। বছরের পর বছর কঠোর পরিশ্রমে বানানো সরকারি প্রতিষ্ঠানগুলো বেচেন্দ্রমোদি তার স্যুটেড-বুটেড বন্ধুদের কাছে বেচে দিচ্ছেন। এ পদক্ষেপ সেসব প্রতিষ্ঠানের লাখ লাখ শ্রমিককে আতঙ্ক ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই লুটের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছি, বলেছেন রাহুল। এর আগে গত মঙ্গলবারও তিনি প্রধানমন্ত্রীর দিকে ‘আক্রমণের তীর’ ছুঁড়েছিলেন। মোদি হচ্ছেন শিল্পপতি আদানি-আম্বানিদের লাউড স্পিকার। অনেকটা পকেটমারদের মতো, যারা চুরির আগে মানুষকে বিভ্রান্ত করে রাখে। মোদির একমাত্র কাজ হচ্ছে আপনাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখা, যেন এ সুযোগে তিনি আপনাদেরই টাকাপয়সা নির্দিষ্ট কিছু শিল্পপতিকে দিয়ে দিতে পারেন, মহারাষ্ট্রের ভিদর্ভের ইয়াভাতমালে কংগ্রেসের নির্বাচনী প্রচার সভায় রাহুল এমনটা বলেন বলে জানায় বার্তা সংস্থা পিটিআই। ভারত পেট্রোলিয়ামের পর বিজেপি সরকার বন্দর, কয়লা খনির মতো জাতীয় সম্পদ ও বেসরকারিকরণের পরিকল্পনা করছে বলে সাবেক এ কংগ্রেস সভাপতি সতর্ক করেছেন। সরকারের ধনীবান্ধব নীতি ভারতের অর্থনীতিকে বিপাকে ফেলছে বলেও অভিযোগ করেন তিনি। যখন কোনো দরিদ্র ব্যক্তি টাকাপয়সা পান, তিনি কেনাকাটা করেন। আর চাহিদা বাড়লে উৎপাদকরা উৎসাহিত হন, বলেন রাহুল। কংগ্রেসের প্রস্তাবিত ‘ন্যূনতম আয় যোজনা’ প্রকল্পে অর্থনীতির চেহারা ফিরবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App