×

সাহিত্য

তাঁর তুলিতে ছিল পললভূমির মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ১২:২৯ এএম

তাঁর তুলিতে ছিল পললভূমির মমতা

তাঁর প্রতিটি চিত্রকর্মেই ছিল পললভূমি বাংলাদেশের কথা। তুলির প্রতিটি আঁচরে ছিল পরম মমতামাখা। উপলব্ধির গভীরে গিয়ে প্রায়ই বলতেন, এই পললভূমির মানুষের মন পলির মতোই নরম।

তবে কখনও বিষণ্ণতায় ডুবে, দারুণ ক্ষত যন্ত্রণা নিয়ে বলতেন, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই, বঞ্চনার শিকার হয়ে পলির মতো নরম মন মরে যাচ্ছে। তুলির ভাষায় তা-ই ফুটিয়ে তুলতেন কখনও কখনও।

তবে এতো অস্থিরতার পরেও শেষ অবধি সেই মানুষই আবার জেগে উঠছে সমস্ত স্বকীয়তায়। একেবারে আদি সংগ্রামের চরিত্রে। পললভূমির মানুষের অদ্ভুত অপূর্ব বোধের, অসীম সংগ্রামের জীবনের কথাই তুলে আনতে চেয়েছেন শিল্পীর জীবদ্দশার প্রদর্শনীগুলোতে।

তবে হঠাৎ করে সময়ের এক অনিবার্য ঝড় তাকে কেড়ে নিয়ে গেল অন্যলোকে, অন্য আলোকে। আর কোনোদিন পলির মতো নরম মনের আকুতিগুলো আর আবহমান বাংলার রূপ বৈচিত্র্যে তাঁর ক্যানভাসে রাঙাবেন না। বিস্তৃত বাংলার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ শিল্পী কালিদাস কর্মকার তাঁর উচ্ছ্বাস, বেদনা, স্মৃতি, একাকিত্ব নিয়ে চলে গেছেন ক্যানভাসের ওপারে, অনেক দূরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App