×

জাতীয়

৫ দিন পর কাঁঠালবাড়ি- শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৪:৩৩ পিএম

নাব্য সংকটের কারণে পাঁচদিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়। তবে পদ্মার দুই পাড়ে এখনো প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে । ঘাট সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। গত রোববার (১৩ অক্টোবর) থেকে দিনে মাত্র কয়েকটি ফেরি চললেও রাতে পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল। পরে গত ১৫ অক্টোবর থেকে পানি কমে গিয়ে নাব্য সংকট প্রকট আকার ধারণ করলে ফেরি চলাচল অনির্ষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। তবে ফেরি না চললেও লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক ছিল। পরে শুক্রবার সকালে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুমিল্লা, ফরিদপুর, কস্তুরি ছেড়ে আসে। অপরদিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি ছেড়ে যায়। বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, লৌহজং চ্যানেলে বালু অপসারণ করার পরে নাব্য সংকট কিছুটা কাটিয়ে ওঠায় শুক্রবার সকাল থেকে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। আশা করি শনিবার থেকে ঘাটের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App