×

তথ্যপ্রযুক্তি

‘সমনিবেল’ দেবে নাক ডাকার সমাধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ১২:০৫ পিএম

‘সমনিবেল’ দেবে নাক ডাকার সমাধান
ঘুমের মধ্যে নাক ডাকা থামাতে আনা হয়েছে ‘সমনিবেল’ নামে ব্যাটারিচালিত ডিভাইস। নাক ডাকার সময় কপালে লাগিয়ে রাখা এই ডিভাইসটি মৃদু কম্পনের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করবে। ব্যবহারকারী যতক্ষণ পর্যন্ত না তার অবস্থান পরিবর্তন করবেন এবং নাক ডাকা বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটি কম্পন দিতে থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। এখন পর্যন্ত ডিভাইসটির বিক্রি শুরু করেনি এর নির্মাতা প্রতিষ্ঠান সিবেলমেড। তবে শিগগিরই এটি বাজারে আনা হবে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, এটি একটি মেডিকেল পণ্য যাতে ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে এবং এর ওজন মাত্র ১৭ গ্রাম। একটি হাইপো-অ্যালার্জেনিক আঠালো প্যাড দিয়ে এটি কপালে লেগে থাকে। গ্রাহক যখন চিৎ হয়ে শুয়ে থাকেন তখন তার শরীরের অবস্থান পরিবর্তন করতে ডিভাইসটি মৃদু কম্পন তৈরি করে। এতে ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে বাধা কমে, যার ফলে নাক ডাকা বন্ধ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App