×

জাতীয়

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৩:৩২ পিএম

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা
মাগুরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন হয়েছে । এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী ,মাগুরা এ কর্মসূচীর আয়োজন করে । কর্মসূচীর মধ্যে ছিল শিশুদের আবৃত্তি ,চিত্রাংকন,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় । জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি ও জাতীয় ভোক্তা অধিদপ্তর মাগুরার সহকারি পরিচালক মামুনুর রহমান । অনুষ্ঠানে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি বিভাগে মোট ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App