×

জাতীয়

বোয়ালমারীতে গৃহবধূকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৩:৪৪ পিএম

বোয়ালমারীতে গৃহবধূকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামে বৃহস্পতিবার (১৭.অক্টোবর) সন্ধ্যায় মোসা. সালেহা বেগম (৩৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী কামরুল হোসেন পলাতক রয়েছেন। জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের ছোলনা গ্রামের হোসেন মোল্যার ছেলে কামরুল হোসেনের (৪৫) সঙ্গে আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর গ্রামের সিদ্দিক খালাসীর মেয়ে সালেহা বেগমের (৩৮) প্রায় ২২ বছর আগে বিয়ে হয় । বিয়ের পর সালেহা জানতে পারে স্বামী কামরুল হোসেন মাদক এবং জুয়ায় আসক্ত। স্বামীকে বিভিন্ন ভাবে ফেরাবার চেষ্টা করলে সে সালেহাকে শারিরীকভাবে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করে সংসার ছেলেমেয়ের কথা চিন্তা করে দেড় বছর বিদেশে চাকরি করে বছরখানের আগে দেশে ফিরে আসে সালেহা। বিদেশে থাকা অবস্থায় সে জানতে পারে স্বামী কামরুল হোসেন আলফাডাঙ্গা উপজেলার গরানিয়া গ্রামের হারুন শেখের মেয়ে শিরিনা বেগমকে (৩৫) দ্বিতীয় বিয়ে করে। কামরুলের এই উচ্ছৃখল জীবন যাপনের কারণে কিছু দিন আগে তার ভাইয়েরা প্রথম স্ত্রী সালেহার নামে পৈত্রিক সম্পত্তির অংশ লিখে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী শিরিনা বেগম কামরুলকে বিভিন্ন সময় কু-প্ররোচনা দিতে থাকে। দ্বিতীয় স্ত্রী শিরিনা গত মঙ্গলবার (১৫অক্টোবর) সকালে কামরুলের ছোলনা গ্রামের বাড়িতে এসে প্রথম স্ত্রী সালেহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়। এসময় বাড়িতে থাকা কামরুলের ভাইয়েরা শিরিনাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনার দু’দিন পরে পরিকল্পিতভাবে সালেহাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে চেষ্টা করা হয় বলে সালেহার পরিবারের অভিযোগ। এ ব্যাপারে সালেহা বেগমের ভাই মো. শহিদুল ইসলাম জানান, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। বোনের মৃত্যুর জন্য আমি কামরুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করবো। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নম্বর ৩২, তারিখ ১৭/১০/১৯ খ্রি.। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App