×

জাতীয়

বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০১:৫৪ পিএম

বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান
অভিযোগের রাজনীতি না করে বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের। শুক্রবার(১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মানব সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। কিন্তু, বাংলাদেশে সব রাজনৈতিক হত্যাকাণ্ড ও কারবালার নৃশংস হত্যাকাণ্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু রাসেলকেও হত্যা করা হয়। বিএনপির কর্মকাণ্ডের সমলোচনা করে কাদের বলেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েছে, এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ইস্যু পেলেই তারা তার মধ্যে রাজনীতি খুঁজে পায়। নানা ইস্যুতে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেও প্রকৃত বিরোধী দল হিসেবে কোনো ভূমিকা রাখতে পারছে না। সেজন্য বিএনপিতে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান জানান তিনি। যুবলীগ সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রোববার গণভবনে যুবলীগের বিষয়ে মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগকে গণভবনে ডেকেছেন। সেখান থেকে যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন। রোববারের মিটিংয়ে এসব বিষয় নিয়ে আলোচনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App