×

জাতীয়

শহীদ মিনার চত্বরে ছাতিম ফুলের সৌরভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০১:২৫ পিএম

শহীদ মিনার চত্বরে ছাতিম ফুলের সৌরভ
এসেছে শীতের বারতা। শীত বুঝি মৌসুমের আগেই হেমন্তের তীরে ভিড়তে চাইছে। প্রায় দুর্লভ হয়ে পড়েছে অসাধারণ সুন্দর এই ছাতিম গাছ। আর সে গাছে থোকা থোকা ফুল আর ফুলের ঘ্রাণের দেখা মিলল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্তরে । ছাতিম ফুল সৌরভ ছড়িয়ে দিচ্ছে নবাবগঞ্জের শহীদ মিনার চত্ত্বর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ছাতিম গাছ যেন সন্ধ্যার বাতাসে ঘ্রান ঢেলে দিচ্ছে রোজ। কার্তিকের বিকেলের রোদ পড়ে আসতে না আসতেই শুরু হয় সন্ধ্যার আয়োজন। হালকা আরামদায়ক ঠাণ্ডা হাওয়ার কারণে কার্তিকের সন্ধ্যা বড়ই মনোরম হয়। কোথাও কোথাও এই হাওয়া আবার সুরভিত রাত বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র ও ভরপুর হয়ে ওঠে এই গন্ধ। সন্ধ্যায় ও রাতে গ্রামবাসী পথে চলতে-ফিরতে এখন এই গন্ধ পাচ্ছেন। হেমন্তের পাতা ঝরানো শুষ্ক পরিবেশকে কিছুটা হলেও প্রাণের আবেগ দিয়েছে ছাতিম ফুল। ঘন কালো এই গাছের সাতটি পাতা একসঙ্গে সংযুক্ত থাকে বলে এর আরেক নাম সপ্তপর্ণী। গ্রামবাংলা সহ দেশের সব জায়গায় দেখতে পাওয়া যায় এই গাছ। সাধারণত ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। বৈজ্ঞানিক নাম এলস্টোনিয়া স্কলারিস । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম জানান, ছাতিম ফুলের সৌন্দয্য ও ঘ্রাণ উপজেলা চত্বরকে নতুন রূপ দান করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App