×

জাতীয়

কালিদাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৬:৪৬ পিএম

কালিদাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী তার চিত্রকর্মে আবহমান বাংলার স্বরূপ প্রকাশের পাশাপাশি নিরীক্ষাধর্মী শিল্পকর্মের জন্য শিল্পীমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছেন। তার কর্ম নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে ইস্কাটনের বাসায় বাথরুমে পড়ে গিয়ে আহত হন কালিদাস। আহতাবস্থায় তাকে দুপুর পৌনে একটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনা হয়। সেখানে দেড়টার দিকে তাকে মৃত ঘোষনা করেন ডাক্তাররা। কালিদাসের মরদেহ ল্যাবএইড থেকে বারডেমে নিয়ে আসা হবে। দুই মেয়ে দেশে আসার পর তার শেষকৃত্য হবে।

উল্লেখ্য, ১৯৪৬ সালে ফরিদপুর শহরের জন্মগ্রহণ করেন শিল্পী কালিদাস কর্মকার। ১৯৬২-৬৪ সালে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে ২ বছরের কোর্স শেষ করেন। ১৯৬৯ সালে কলকাতায় গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস থেকে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App