×

জাতীয়

কুষ্টিয়া কলেজে ভর্তি হলেন ফায়াজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ১২:৪১ এএম

কুষ্টিয়া কলেজে ভর্তি হলেন ফায়াজ
নির্মম হত্যাকাণ্ডের শিকার বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের বিজ্ঞান বিভাগে তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। অসুস্থতার কারণে আবরার ফায়াজ উপস্থিত না থাকলেও তার বাবা ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া শেষ করেন। ফায়াজের ছাড়পত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে কলেজের অধ্যক্ষ ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর আগে গত মঙ্গলবার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আবরার ফায়াজ ছাড়পত্র (টিসি) নেন। এরপর কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হতে ঢাকা বোর্ড তাকে অনুমতিও দেয়। আবরার ফাহাদের মৃত্যুর পর ঢাকায় আর পড়ালেখা করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছিলেন ফায়াজ। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রশ্নের জবাবে গণমাধ্যমকর্মীদের ফায়াজ বলেছিলেন, ভাইকে হারিয়ে আমি একা হয়ে পড়েছি। ঢাকায় থাকার এখন কোনো মানে হয় না। ‘ফাহাদ ভাই আমার অভিভাবক ছিলেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্কটি ছিল তা এক কথায় প্রকাশ করা যাবে না। ওর সঙ্গে আমার সম্পর্ক এমন ছিল যে, মা-বাবার কথা তেমন মনেই হতো না। আর সেই ভাই এখন নেই, ঢাকায় আমি কার কাছে যাব? কার জন্য তাহলে ঢাকায় পড়ে থাকব। বড় ভাইকে হারিয়ে মা-বাবা এমনিতেই দিশেহারা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর ঢাকা নয়, কুষ্টিয়াতে পড়াশোনা করব। এটিই পরিকল্পনা।’ প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলের ২০১১নং কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App