×

জাতীয়

আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে যে আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ১১:৩২ এএম

আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে যে আয়োজন
আগামী ১৮ অক্টোবর ‘রুপালি গিটার’খ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। শুধু গায়ক হিসেবেই নয়, গিটারিস্ট হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে উপমহাদেশ জুড়ে। এ রকস্টারের জন্মশহর চট্টগ্রাম। তাই কিংবদন্তি এ শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করবে চট্টগ্রাম মিজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন। এই এসোসিয়েশনের আয়োজনে চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে বিশেষ স্মরণসভা। চট্টগ্রাম মিজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সমর বড়ুয়া বলেন, এদিন সকালে আমরা বাচ্চু ভাইয়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো। এর পর এতিমদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছি। আর বিকেলে বাচ্চু ভাইয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মরণসভার আয়োজন করা হবে। তার জন্ম, বেড়ে ওঠা, গানের শুরুটা চট্টগ্রামে। তাই তার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা ও দায়িত্ববোধ একটু বেশি। তিনি আমাদের মনেপ্রাণে, গানে আছেন, থাকবেন। তার গানগুলো আগামীতেও যেন নতুন প্রজন্মের মাঝে বেঁঁচে থাকে, সে প্রত্যাশায় এই স্মরণ অনুষ্ঠান। প্রয়াত এই শিল্পীর স্মৃতিচারণ করতে গিয়ে সোলসের এক সময়ের ড্রামার শিল্পী সুব্রত বড়ুয়া রনি বলেন, বাচ্চু ভাই শুধু চট্টগ্রামের নয়, দেশের অমূল্য সম্পদ। মৃত্যুর পর মানুষের ঢল দেখে বোঝা যায় তিনি কতটা জনপ্রিয় ছিলেন। চট্টগ্রাম তথা ব্যান্ডসঙ্গীতের এই কিংবদন্তির স্মৃতি সংরক্ষণ করতে চট্টগ্রামের মেয়র প্রবর্ত্তক মোড়ে ‘রুপালি গিটার’ ভাস্কর্য নির্মাণ করেছেন। এটি চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় পাওয়া। এর মাধ্যমে জন্মস্থানের মানুষের কাছে আজীবন বেঁচে থাকবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App