×

সাময়িকী

শ্রাবণ ডেকেছে আমায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০৭:১০ পিএম

আকাশের সৈকতে দাঁড়িয়ে মেঘের জলে যায় না সাঁতার কাটা মেঘে মেঘে সমুদ্দুর ভাসিয়ে নিয়ে যায় গভীর থেকে আরো গভীরে বাষ্পিত আমি ভারী বাতাসের ঢেউয়ে ভর দিয়ে উড়ি সীমানা পেরিয়ে দূর অসীমে ডেকেছে শ্রাবণ আমায় ঐ দূর ভিন গাঁয়ে যেখানে সাদা কালো ধূসর বর্ণের মেঘরাশি আকাশের বুক জুড়ে মেঘের খেলা পাহাড় চূড়া সমতল দৃশ্যপটে কত শত আঁকাআঁকি বন্ধু আজ আমি তারই যে আমায় জানালো সম্ভাষণ বলেছে মেঘের বাগান দেবে অজস্রজল ফুল রাশি রাশি ধুয়ে যাবে আমার দু’চোখের যত লোনাজল কেবলই থাকবে অমলিন হাসি......

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App