×

জাতীয়

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০৪:১১ পিএম

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ও রামদেবনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৭অক্টোবর) সকালে এক সংঘর্ষে চার জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় আ’লীগ নেতাসহ তিন জনকে আটক করে। এলাকা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও চতুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মো. জালাল উদ্দিন সিকদার (৫০) এর সমর্থক চরশুকদেবনগর গ্রামের রাকিব (২২) এর সাথে সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের সমর্থক রামদেবনগর গ্রামের আবুল খায়ের (২০) গত বুধবার শিরগ্রাম বাজারে রাত আটটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতান্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ বৃহস্পতিবার সকালে দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনার সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে উত্তেজিত উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের চরশুকদেবনগরের ছাব্বির বিশ্বাস (২০), মনির সিকদার (৪০), বনচাকি গ্রামের মো. চুন্নু মোল্যা (৪৫), মো. হানিফ মোল্যা (৩৫) আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল থেকে উপজেলা আ’লীগের সদস্য ও চতুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য রামচন্দ্রপুর গ্রামের মো. জালাল উদ্দিন সিকদার, রামদেবনগর গ্রমের আবুল কালাম (৬০), আসাদ মোল্যা (৫০) কে আটক করে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য উভয় পক্ষের তিন জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App