×

খেলা

ঢাকায় ফিফা প্রেসিডেন্ট, মুগ্ধ বাংলাদেশ ফুটবলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০১:৪৪ পিএম

ঢাকায় ফিফা প্রেসিডেন্ট, মুগ্ধ বাংলাদেশ ফুটবলে

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এখন ঢাকায়। বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই তিনি মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশকে ‘শুভ সকাল’ জানিয়ে কিছুটা আবেগ চেপে বলেছেন, সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো।

প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে প্রচণ্ড আনন্দিত ইনফান্তিনো। বললেন, দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার ফিফা সভাপতি এখন ঢাকায়। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দুইদিনের শুভেচ্ছা সফরের কথা থাকলেও সময়টা কমে এনেছেন ফিফা প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সোজা বাফুফে ভবনে। এরপর পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি। বিকেল পাঁচটায় ঢাকা ত্যাগ করবেন ইনফান্তিনো।

এমন ‘টাইট সিডিউল’ নিয়ে ফিফা প্রেসিডেন্টের ঢাকায় আসা নিয়ে বাফুফে কর্মকর্তাদের অতৃপ্তি থাকলেও সেটা দূর হয়েছে বাংলাদেশ ফুটবল নিয়ে ইনফান্তিনোর মূল্যায়ন। ভোরে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়ে ফিফা প্রেসিডেন্টের প্রশংসাবাণিতে আপ্লুত হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা।

ইনফান্তিনোকে ধরে বাংলাদেশে ফিফা প্রেসিডেন্টের আগমনটা চতুর্থ দফার। প্রথমবারের মতো ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন ১৯৮০-৮১ সালের দিকে। তিনি ছিলেন হোয়াও হ্যাভেলেঞ্জ। এরপর ২০০৬ সালে বাংলাদেশে এসে বাফুফে ভবন উদ্বোধন করেছিলেন সেপ ব্লাটার। তিনিই আবার ২০১২ সালে এসেছিলেন বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ উদ্বোধন করতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App