×

সাময়িকী

উদ্বাস্তু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০৭:১০ পিএম

আমার এখানে রাত্রি নামে ধুলোয় কুয়াশায় মেখে তোমার ওখানে ভোরের আলো ফোটে বরফের চাদর ঢেকে। আমার এখানে হকারের ডাক, মোটরের হর্ন, দূষিত বাতাস তোমার ওখানে নির্জনতা, নির্মল প্রকৃতি মেঘমুক্ত সুবিশাল আকাশ। আমার এখানে পাহাড়ধস, অতি বন্যা, মঙ্গাপীড়িত মানুষ তোমার ওখানে কি দারুণ সন্ধ্যে, প্রফুল্ল চিত্তে ওড়াও স্বপ্নের ফানুস। আমার এখানে কাদা মাটি জল, অকাল প্লাবন অনিয়মের বাড়াবাড়ি তোমার ওখানে কি দারুণ সতেজ নিজ বাগানের লাউ কুমড়োর ছড়াছড়ি। তবুও এখানে বেশ আছি আমি, এ আমার নিজের দেশ নিজের মাতৃভূমি তোমার ওখানে নেই কোনো সুখ, নেই কোনো দাম, সকলের কাছে নিতান্তই এক উদ্বাস্তু তুমি!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App