×

জাতীয়

সংসদের পঞ্চম অধিবেশন বসছে ৭ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ পিএম

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামী ৭ নভেম্বর। বুধবার ( ১৬ অক্টোবর ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলেএ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ-১) মো. নূরুল হুদা জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। ৭ নভেম্বর বিকাল ৪টা ১৫ মিনিটে একাদশ জাতীয় সংসদের পঞ্চম (২০১৯ সালের পঞ্চম)  অধিবেশন শুরু হবে। ওই দিন বিকেল অধিবেশন বসার এক ঘণ্টা আগে কার্যউপদেষ্টা কামিটির বৈঠক বসবে। সেখানে অধিবেশনের মেয়াদকাল, প্যানেল স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে গত ৮ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে চলে চার কার্যদিবস। ১২ সেপ্টেম্বর অধিবেশন শেষ হয়। সংক্ষিপ্ত ওই অধিবেশনে একটি বিল পাস হওয়া ছাড়াও ৭১ বিধিতে পাওয়া ১৫৮টি নোটিসের মধ্যে তিনটি গ্রহণ করে আলোচনা করা হয়। আর ৭১(ক) বিধিতে ৩০টি নোটিস আলোচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App