×

জাতীয়

পাহাড়েও অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০৪:৪৫ পিএম

পাহাড়েও অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে সরকার
পাহাড়েও অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে সরকার
পাহাড়েও অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে সরকার

পাহাড়েও দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সমতলের মতো কাজ করছে সরকার। পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। জন নিরাপত্তার কথা বিবেচনা করে যেখানে প্রয়োজন সেখানে পুলিশ ও বিজিবি সদস্য বৃদ্ধি করে সেবা দেয়া হচ্ছে।

বুধবার ( ১৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত থানা ও চারতলা বিশিষ্ট ব্যারাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

থানা ভবন উদ্বোধন শেষে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী রামগড় জেলা বাস্তবায়নের দাবি যৌক্তিক আপনারা প্রধানমন্ত্রীর নিকট আসেন আমি সুপারিশ করবো।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত মহিলা সংসদ বাসন্তী চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা, রামগড় পৌর মেয়র শাহজাহার কাজী রিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক কাজী নুরুল আলম আলমগীর সহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App