×

জাতীয়

মশা মারতে ফের শুরু হলো চসিকের ক্রাশ প্রোগ্রাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০৩:০৯ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত সব ধরনের রোগ থেকে নগরবাসীকে নিরাপদ রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বছরব্যাপী মশা নিধন কর্মসূচি পরিচালনা করবে। বুধবার (১৬ অক্টোবর) ডিসি হিলে চসিকের পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে আবারো ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এ ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মশা নিধনে চসিকের বছরব্যাপী ক্রাশ প্রোগ্রামে নগরবাসীদেরও দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রতিনিধিদের মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, বাসস্থানের আশপাশ ও নালা-নর্দমা পরিষ্কার রাখার কাজে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।

চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগের নেতা জালাল উদ্দিন ইকবাল, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী ও মোরশেদ আকতার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App