×

জাতীয়

চালু হলো কুড়িগ্রাম এক্সপ্রেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০৩:০৯ পিএম

চালু হলো কুড়িগ্রাম এক্সপ্রেস
কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত সরাসরি চালু হলো আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস।আজ বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনিয়ে রেলে যুক্ত হলো ১৩৫ টি ট্রেন। কুড়িগ্রামথেকে ভিডিও কনফারেন্সিংয়ের সরাসরি যুক্ত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কুড়িগ্রাম থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। গণভবনেঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, রেল সচিব মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান। একই সঙ্গে লালমনিরহাট ও রংপুর এক্সপ্রেসের নতুন কোচ প্রতিস্থাপন প্রক্রিয়া উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,আমরা যত উন্নয়ন করেছি তারমধ্যে সবচেয়ে বেশি উত্তরাঞ্চল কেই প্রাধান্য দিয়েছি তবে দেশের অন্যান্য এলাকাতেও সমানতালে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের কোন অঞ্চল অবহেলিত থাকবে না। বাংলাদেশের রেল ব্যবস্থাকে আরও আধুনিক করার বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে আমরা অনেক জেলায় রেল নতুন করে চালু করেছি। আশাকরি আমরা ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশের ৬৩ জেলাকে নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, কুড়িগ্রাম সহ পুরো উত্তরাঞ্চলকে এক সময় মঙ্গাপীড়িত এলাকা বলা হত। এখন কিন্তু সেটি নাই। উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় আমরা ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ হাতে নিয়েছি। সড়ক রেল আকাশ ও নৌ-পথে যোগাযোগব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় আমরা সেসব কাজ করছি। মঙ্গা শব্দটি যেন আর উচ্চারণ করতে না হয় সে ব্যবস্থা নিয়েছি।ইনশাল্লাহ কেউ উচ্চারণও করতে পারবে না। এ সময় প্রধানমন্ত্রী পতাকা হাতে বাঁশি ফু দিয়ে প্রোগ্রাম এক্সপ্রেস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বক্তব্য শেষে গ্রামের আঞ্চলিক গান বাংলাদেশের ভাওইয়া গান শুনে মুগ্ধ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App