×

জাতীয়

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন: ৪ বসতঘর বিলীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০১:১২ পিএম

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন: ৪ বসতঘর বিলীন

চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা মন্দির এলাকায় আবারো ভাঙন দেখা দিয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহর রক্ষা বাঁধের ৪০ মিটার এলাকার সিসি ব্লক দেবে যায়। এতে করে স্থানীয়দের ৪টি বসতঘর বিলীন হয়ে গেছে। ৬টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে মন্দিরসহ আরো ১০টি বসতঘর।

এমন পরিস্থিতিতে হরিসভার আশপাশের বেশ কিছু বসতবাড়ি ও দোকানপাট নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম বার) ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকার বাসিন্দারা জানান, হঠাৎ করেই মন্দিরের উত্তর-পশ্চিম পাশে নদীপাড়ে শহর রক্ষা বাঁধের বেশ কিছু সিসি ব্লক তলিয়ে যায়। এ সময় বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানপাট নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই জিও ব্যাগবোঝাই বালুর বস্তা ভাঙন স্থানে ফেলতে দেখা যায়। তাৎক্ষণিক ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ডাম্পিং শুরু হয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, রাতে হঠাৎ করে ভাঙন শুরু হয়। হরিসভা এলাকার পুরো শহর রক্ষা বাঁধই হুমকির মুখে। আমরা ভাঙনরোধে তাৎক্ষণিক বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। এখন মজুদকৃত ৩ হাজার বস্তা বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে।

গত দুই মাস আগে হরিসভার এই এলাকা আরেক দফা মেঘনা ভাঙনের শিকার হয়। তখন প্রায় ৩০০ মিটার শহর রক্ষা বাঁধ নদীতে দেবে যায়। প্রতিবারই পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে কাজ করেছে। আবারো সেখানে ভাঙন শুরু হওয়ায় হরিসভা, মধ্য শ্রীরামদী ও পশ্চিম শ্রীরামদী এলাকাটি এখন মারাত্মক হুমকির মুখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App