×

জাতীয়

স্কুল থেকেই ট্রাফিক আইন শিক্ষা দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ১১:১৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুল থেকে ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দিতে হবে। চলার পথ সম্পর্কেও ধারনা দিতে হবে। এতে করে দুর্ঘটনার মাত্রাটা কমবে। বুধবার সকালে গণভবনে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে ৪ লেন বিশিষ্ট ভূলতা ফ্লাইওভার, চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে পটিয়া বাইপাস ভোমরা স্থল বন্দর-সাতখীরা সড়ক বাইপাস সড়ক, মুন্সিগঞ্জ সড়ক বিভাগাধীন ১৩ টি সেতু ও ময়মনসিংহ -গফরগাঁও-টোক সড়কে বানার সেতু উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সচিব নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের পর নদীপথ ছাড়া কোনো পথ সচল ছিলনা। মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা যোগাযোগ উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নেন। আজকে যোগাযোগ ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন এনেছি। এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় উপকারভোগীদের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১ টায় কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App