×

জাতীয়

হাট ইজারার অনিয়মে সরকারের ক্ষতি ১৫ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৬:১৯ পিএম

হাট ইজারায় অনিয়মসহ এ সংক্রান্ত নানা অনিয়মের ফলে সরকারের ১৫ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ১৩ টাকা আর্থিক ক্ষতিতে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটি এসময় অনিষ্পন্ন অডিট আপত্তিসমূহের ক্ষেত্রে জড়িত অর্থ দুই মাসের মধ্যে আদায় করে কমিটিকে অবহিত করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদে অনুষ্ঠিত এ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনস্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, মোঃ আফছারুল আমীন, মোঃ শহীদুজ্জামান সরকার, সালমান ফজলুর রহমান, জহিরুল হক ভূঞা মোহন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়েশা খান ও মোঃ জাহিদুর রহমান উক্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App