×

খেলা

সল্টলেকে বাংলাদেশ-ভারতের ফুটবল ‍উত্তাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৯:২১ পিএম

সল্টলেকে বাংলাদেশ-ভারতের ফুটবল ‍উত্তাপ

অর্ধদশক পর কড়া উত্তাপ ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ আর ভারতের জাতীয় ফুটবল দল। কলকাতার সল্টলেকে যুব ভারতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর বেশ আগেই জ্বলে ওঠেন সমর্থকরা। দুই দেশের সমর্থকদের চড়া গলার স্লোগান আগুনে ঘি ঢালছিল বেশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় খেলা শুরুর আগে লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের কয়েকজন সমর্থক স্লোগান দেয়া শুরু করলেই সেখানে হাজির হন ভারতীয় কয়েকজন সমর্থক। ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনির বিপরীতে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগান শুরু হয়।

এভাবেই বাংলাদেশ-ভারত ম্যাচে আগাম উত্তাপ ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের গেইটে। দীর্ঘদিন পর ঢাকা আর কলকাতার ফুটবল সমর্থক আর ভক্তদের মধ্যে টান টান উত্তেজনার এক হাওয়া এসে ছুঁয়ে গেল।

দক্ষিণ এশিয়ায় ফুটবলের ঐহিত্যবাহী প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ এক সময় ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারলেও মাঝখানে কয়েক বছরে বেশ এগিয়ে গেছে ভারত। ক্রিকেটের সঙ্গে ফুটবলকে এগিয়ে নিয়েছে তারা। এ দৌড়ে অনেকেটাই পেছনে পড়ে আছে বাংলাদেশ।

তবে লাল-সবুজ পতাকাধারীদের লড়াইয়ের মাঠে ঝলতে তুলতে কার্পণ্য নেই কোচ জেমি ডের। তার প্রমাণ কোলকাতা সল্টলেকের লড়াইয়ে। জামাল ভূঁইয়াদের চেহারায় দৃঢ়তার ছাপ অনেক আশা ছড়াচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App