×

জাতীয়

মা ইলিশ নিধনে শ্রীনগরে জেল-জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৩:২৪ পিএম

মা ইলিশ নিধনে শ্রীনগরে জেল-জরিমানা
শ্রীনগরে মা ইলিশ নিধন ও ক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদলতে ৭ জনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার ( ১৫ অক্টোবর) সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে ভাগ্যকুল গ্রামের আঃ রশিদ (৪২), সাকিল সারেং (২৫), আলাল মাতবর (৩০), রিপন খলিফা (২৮), রফিক শেখ (৩৫) কে ইলিশ ধরার অপরাধে প্রত্যেকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়। দক্ষিন মান্দ্রা গ্রামের মামুন শেখ (৩০) ও রাশেল শেখ ৩০) কে ইলিশ ক্রয়ের অপরাধে ৫’হাজার করে মোট ১০’হাজার টাকা জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোসাম্মৎ রহিমা আক্তার। তিনি জানান, আটককৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সমীর বসাক, ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, পেসকার আমিনুল হক মোল্লা। এর আগে গত সোমবার গভীর রাতে মৎস্য অফিসারের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহযোগিতায় পদ্মা নদীর ভাগ্যকুল এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App