×

জাতীয়

বড় ভাইদের দ্বন্দ্বে প্রাণ গেল স্কুলছাত্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০১:২৮ পিএম

বড় ভাইদের দ্বন্দ্বে প্রাণ গেল স্কুলছাত্রের
রাজধানীর উত্তরখান তালতলা মিয়াবাড়ি ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত রিয়াদের বড় দুই ভাই শামীম হোসেন (২৫) ও রিজন হোসেন (১৭) আহত হয়েছে। খালাতো ভাই রহমত উল্লাহ জানান, রিয়াদ উত্তরখানের আনোয়ারা মডেল টার্স্ট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তার মেঝো ভাই মেঝোভাই রিজন হোসেন চালাবন এলাকার মাইলস্টোন কলেজের ২য় বর্ষের ছাত্র। আর শামীম তার বাবা রাজা মিয়ার সাথে ব্যবসা করে। তিনি জানান, শামীমের চাচাতো ভাই স্বপন। স্বপনের কিছু বন্ধুর সাথে দ্বন্দ্ব চলছিলো। সেই বন্ধুদের সাথেই এখন শামীম চলাফেলা করে। এজন্য সোমবার রাত স্বপন ও শামীমের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে স্বপন শামীমকে ছুরিকাঘাত করে। পরে রিয়াদ ও রিজনকেও ছুরিকাঘাত করে। এসময় স্বপন নিজেও ছুরিকাঘাতে আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে রিয়াদের অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রিয়াদকে আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বাকি ২জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া রিয়াদের বাবা রাজা মিয়া তার চাচা জজ মিয়ার কাছে ১০ লাখ টাকা পায়। এই পাকা নিয়েও তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, চাচাতো ভাই স্বপন সহ আরো অনেকে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচাতো ৩ ভাইকে ছুরিকাঘাত করেছে। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা গেছে। এই ঘটনায় ঘাতক স্বপনও আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App