×

জাতীয়

বুয়েটের র‍্যাগিংয়ে জড়িতদের তালিকা করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৩:৪২ পিএম

বুয়েটের বিভিন্ন হলে র‍্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের নামের একটি তালিকা তৈরি করা হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বুয়েটের অডিটোরিয়ামের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আলোচনায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হলে হলে সিনিয়রদের "আশির্বাদ" (র‍্যাগিং) নামে জুনিয়র সাধারণ শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক নির্যাতনের সঙ্গে জড়িতদের নামের তালিকা তৈরি করা হবে। এছাড়া বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যারা নির্যাতনের শিকার হয়েছে তারাও অভিযোগ দিতে পারবেন। এ জন্য প্রত্যেকটি আবাসিক হলে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীদের কাছে নাম চাওয়া হবে। যারা হলে র‍্যাগিংয়ের নামে নির্যাতন চালাতো তাদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হবে। এছাড়া আজকের আলোচনায় আন্দোলনের পরবর্তী করনীয় সম্পর্কে নেয়া সিদ্ধান্ত বিকেল ৫ টায় সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানানোর কথা বলছেন আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App